লামায় মৃত্যুঝুঁকি নিয়ে এখনো পাহাড়ে হাজারো বসতি, প্রাণহানির আশঙ্কা

 বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥ লামা : পাহাড়ি জনপদ বান্দরবানের লামা উপজেলা। এখানকার ছোট-বড় পাহাড়ে জনবসতির ইতিহাস সেই অনন্ত কালের। আদিবাসী জনগোষ্ঠির পরম্পরায় চলে আসা জীবন- যাপন, জীবিকার আদিম ও জুমচাষের সুবাদে শতকরা ৯০ ভাগ মানুষ পাহাড়ের চূড়া, পাদদেশ ও কূলঘেঁষে বসবাস করে আসছে। সে সাথে সমতলের নদী ভাঙ্গা ও ভূমিহীন শ্রমজীবী বাঙ্গালীরা ৫০-৬০ বছর যাবৎ পাহাড়ের অনাবাদি ও সরকারের খাস জমিতে বসতি স্থাপনের পাশাপাশি কৃষি উৎপাদনের জন্য পাহাড় কেটে-খুড়ে আবাদি জমি তৈরি করে জীবন-যাপন করে অসছে। বর্তমানে বর্ষা মৌসুম এলেই এ অঞ্চল পরিণত হয় আতঙ্কের জনপদে। জানা যায়, সাম্প্রতিক টানা…

বিস্তারিত