লেলাং গণহত্যা দিবস আজ, ঈদের দিন ২৯ জনকে হত্যা করে পাক হানাদার বাহিনী

 মোস্তাফা কামরুল, ফটিকছড়ির (চট্টগ্রাম) প্রতিনিধি ১৯৭১ সাল, পবিত্র ঈদুল ফিতরের দিন। ঈদের নামাজ পড়ে সবে ঘরে আসল মাত্র। তখনি হানাদার বাহিনীর হায়নার দল আক্রমণ করল লেলাং ইউনিয়নে। শাহনগর ও গোপালঘাটা গ্রাম থেকে নিরীহ লোকদের ধরে নিয়ে আসে দুই গ্রামের মধ্যবর্তী সীমানা মনাইছড়ি খালের পাড়ে। সেখান থেকে ৩০ জনকে রেখে বাকীদের ছেড়ে দেয়। সেই ৩০ জনের হাত পা বেধে গুলি করে হত্যা করে মাটিচাপা দিয়ে চলে যায় পাক হানাদার বাহিনী।পরে গ্রামবাসী সেখানে গেলে গুলিবিদ্ধ একজনকে জীবিত দেখতে পায়, ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও বাকি ২৯ জন শহীদ হন। নৃশংস, ভয়ঙ্কর ও বিভীষিকাময়…

বিস্তারিত