শখের ছাদ বাগান এখন বানিজ্যিক নার্সারী

শখের ছাদ বাগান এখন বানিজ্যিক নার্সারী

শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ পেীরসভাধীন কাশিপুর গ্রামের শিক্ষক হাফিজুর রহমান মাসুদ শিক্ষককতার পাশাপাশি কিছু একটা করার পরিকল্পনা মাথায় ঘুরপাক খাচ্ছিল। এরইমধ্যে একদিন দুইটি দার্জিলিং জাতের কমলা লেবুর চারা কিনে তার ছোট্ট ছাদে রাখা টবে রোপন করে। এমনিতেই ছোটবেলা থেকে গাছের প্রতি একটা দুর্বলতা ছিল তার। সেই দুর্বলতা থেকে শখ চেপে বসে। শুরু করে বাড়ির ছাদে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের চারা রোপন। এরই মধ্যে মরু অঞ্চলের সুস্বাদু ত্বীন ফলসহ বেশ কয়েক প্রকারের গাছে ফল ধরা শুরু করে, আগ্রহ আরো বেড়ে যায়। এক সময় শখের বাগান ছাদ…

বিস্তারিত