শীতকালে শিশুর ডায়রিয়া হলে করণীয়

শীতকালে অনেক শিশুই ডায়রিয়ায় আক্রান্ত হয়। শীতকালে শিশুর ডায়রিয়া হওয়ার অন্যতম কারণ রোটা ভাইরাস। শীতকালে ডায়রিয়া হলে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে ৩২৮৩তম পর্বে কথা বলেছেন ডা. মশিউর রহমান। ডা. মশিউর রহমান বর্তমানে ইউনাইটেড হাসপাতালের নবজাতক ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। প্রশ্ন : শীতকালে শিশু ডায়রিয়ায় আক্রান্ত হলে করণীয় কী? এই ডায়রিয়া কতটা ঝুঁকিপূর্ণ? উত্তর : আসলে রোটা ভাইরাস ডায়রিয়া তো পানির মতো হতে থাকে। কোনো কোনো বাচ্চার দেখা যায় যে দিনে ১০/১৫ বারও পানির মতো পায়খানা হতে থাকে। পায়খানাতে লবণ ও পানি বেরিয়ে আসে।…

বিস্তারিত