‘শুরু হচ্ছে আইডিয়াথন’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে iDEA প্রকল্পের উদ্যোগে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে আয়োজন করছে আইডিয়াথন (ideaTHON) কনটেস্ট। “Let’s Start You Up” স্লোগান নিয়ে আয়োজিত হতে যাওয়া এই কনটেস্টে বিজয়ী ৫ স্টার্টআপ পাবেন দক্ষিণ কোরিয়াতে ৬ মাসের প্রশিক্ষণ, ইনকিউবেশন, ফান্ডিং, আন্তর্জাতিক পেটেন্টসহ কপিরাইট ও ট্রেডমার্ক পাবার সহযোগিতা। এছাড়া সেরা ২৫টি স্টার্টআপ পাবে বিশেষ মেনটরিং এবং সম্মাননাপত্র। খুব শীঘ্রই শুরু হবে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম। বাংলাদেশের তথ্য-প্রযুক্তিভিত্তিক আগ্রহী স্টার্টআপগণ অনলাইনে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন শেষে তাদেরকে অংশ নিতে হবে আইডিয়াথন (ideaTHON) কনটেস্টটির…

বিস্তারিত