সব প্রতিষ্ঠানের নামফলক বাংলায় করার দাবি

মুজিববর্ষেই ঢাকা মহানগরের সব প্রতিষ্ঠানের নামফলক বাংলায় করার দাবি জানিয়েছে বাংলা প্রচলন প্রয়াস (বাপ্রপ্র) নামে সংগঠন। আগামী ৩১ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। বাংলা ভাষা নিয়ে সচেতনতায় এদিন প্রচারপত্র বিলি করা হবে। বাপ্রপ্র’র প্রধান সমন্বয়ক আলমগীর রুমি জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের ইংরেজিতে লেখা নামফলকগুলোর উপরে বড় করে বাংলাভাষায় নাম ফলক লেখা, বিভিন্ন যানবাহনের গায়ে ইংরেজি পরিচিতির উপরে বাংলায় পরিচিতি লেখার দাবি নিয়েই তারা এগিয়ে যাচ্ছেন। ঢাকা মহানগরের দুই সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করেছে সংগঠনটি। বাপ্রপ্র জানায়, ১৯৮৭ সালের ৮ মার্চ বাংলা ভাষা প্রচলন আইন পাস হয়।…

বিস্তারিত