সিংগাইরে টিএন্ডটি এক্সচেঞ্জ চলছে গার্ড ও পিয়ন দিয়ে

সিংগাইরে টিএন্ডটি এক্সচেঞ্জ চলছে গার্ড ও পিয়ন দিয়ে

সিংগাইর (মানিকগঞ্জ) : ১৯৮২ সালে প্রতিষ্ঠিত মানিকগঞ্জের সিংগাইরে টিএন্ডটি এক্সচেঞ্জটি মুখ থুবরে পড়েছে। পৌর সদরের বিনোদপুর, ঘোনাপাড়া, পুকুরপাড়া, গোলড়া, কাংশা, আজিমপুর ও উপজেলার চারিগ্রাম এবং সাহরাইলের আড়াই শতাধিক লাইন বন্ধ হয়ে গেছে অনেক আগেই। জোড়া-তালির মাধ্যমে গার্ড ও পিয়ন দিয়ে উপজেলা ভিত্তিক ২০-২৫টি লাইন সচল থাকলেও সেবার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। ফলে, গ্রাহক সেবা হচ্ছে বিঘিœত। টেলিফোন এক্সচেঞ্জের গার্ড আব্দুল জলিল ও মাস্টার রোল ওয়ার্কার মাসুদ রানা কারিগরি দিকসহ নামেমাত্র সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দেশ যেখানে প্রযুৃক্তির উন্নয়নে বিশ^ দরবারে এগিয়ে সেখানে সিংগাইর উপজেলায় সরকারি প্রতিষ্ঠান টিএন্ডটি লাইনগুলো একের…

বিস্তারিত