সিরাজদিখানে লালনসাঁই বটতলায় সাধুসঙ্গ

সিরাজদিখানে লালনসাঁই বটতলায় সাধুসঙ্গ

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি : ফকির লালন সাঁইজীর জীবন কর্ম ও মানবপ্রেমের মর্মীয় বানীর পরিবেশন ছাড়াও বাংলার লালন ফোক সংস্কৃতিকে বিশ্ব দরবারে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গত ১৩ বছরের মতো এবারো গতকাল শুক্রবার বিকাল ৫ টায় থেকে একদিন ব্যাপী সাইজির আগমনী গানের মাধ্যমে অধিবেশন শুরু হয় সাধুসঙ্গ। উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামের টেকেরহাটে পদ্মহেম ধামের উদ্যোগে লালন শাহ বটতলা সাধুসঙ্গ-১৪২৫, অনষ্ঠিত হয়েছে। উক্ত সাধু সঙ্গে লালন জীবনী, সাধনা বিষয়ক বয়ান ও লালনগীতি পরিবেশন করবেন কুষ্টিয়া, মেহেরপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের লালন সাধক ও ভক্ত-অনুসারীরা। এবছরও অংশ নিয়েছেন, ভারত…

বিস্তারিত