স্বপ্রণোদিত হয়েই পাতানো খেলার তদন্তে বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একটি সন্দেহজনক ম্যাচ নিয়ে তদন্ত শুরু করেছে। গত ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের মাঠে প্রিমিয়ার লিগের চট্টগ্রাম আবাহনী-সাইফ স্পোর্টিং গোলশূন্য ম্যাচটি নিয়ে সংবাদমাধ্যমেও হইচই হয়নি। একটি বেসরকারি টিভি বলেছিল, দু’দলের কারও মধ্যেই জেতার আগ্রহ দেখা যায়নি। খেলোয়াড়দের মধ্যে ছিল গা-ছাড়া ভাব। মনে হলো, সমঝোতার ম্যাচই খেলেছে দুদল। গত বৃহস্পতিবার এ নিয়ে প্রথম সভায় বসে সাবেক সচিব হুমায়ুন খালিদের নেতৃত্বে বাফুফের পাতানো খেলা শনাক্তকরণ কমিটি। কমিটি দুই দলের তিনজন করে ফুটবলারকে ২৪ মার্চ রোবার বাফুফে ভবনে তলব করেছে। সাইফের ইয়াসিন আরাফাত, জামাল ভূঁইয়া ও জাফর ইকবাল এবং চট্টগ্রাম আবাহনীর…

বিস্তারিত