হাঁপানি তীব্র হলে কী করবেন?

হাঁপানি তীব্র হলে কী করবেন?

অ্যাজমা বা হাঁপানির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ শ্বাসকষ্ট। হাঁপানি নিয়ন্ত্রণযোগ্য রোগ। তীব্র হাঁপানির সময় দ্রুত কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। না হলে রোগ জটিল হয়ে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তীব্র হাঁপানির সময় করণীয়   হাঁপানির তীব্র আক্রমণ মানে প্রচণ্ড শ্বাসকষ্ট। যখন শ্বাসকষ্ট তীব্র হবে, তখন শিশুদের ক্ষেত্রে স্পেসার দিয়ে এবং বয়স্কদের ক্ষেত্রে সরাসরি ইনহেলার কিংবা অবস্থা আশঙ্কাজনক হলে নেবুলাইজারের মাধ্যমে উপশমকারী ওষুধ (যেমন : সালবিউটামল) শ্বাসে নিতে হবে। তীব্র শ্বাসকষ্টের সময় শিশুদের ক্ষেত্রে গায়ে হাত না দিয়ে কথা বলে সান্ত্বনা দিতে হবে। রোগীকে সোজা হয়ে কিংবা সামান্য হেলান দিয়ে বসাতে হবে। সিনথেটিক…

বিস্তারিত