হালদায় ডিম ছেড়েছে মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে কার্প প্রজাতির মা মাছ। তবে পরিমাণে আগের বছরের তুলনায় কম বলে জানিয়েছেন ডিম সংগ্রহকারীরা। শনিবার ভোরে হালদার বিভিন্ন স্পটে ডিম ছাড়ে মা মাছ। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুহুল আমিন জানান , শনিবার রাত সাড়ে ৮টার পর থেকে হালদা নদীর চারটি পয়েন্টে মা মাছ ধীরে ধীরে ডিম ছাড়তে শুরু করেছে। তিনি বলেন, জেলেদের কেউ এক বালতি, কেউ ২-৩ বালতি পর্যন্ত ডিম সংগ্রহ করেছেন। একেকজন ৫-৬ কেজি পর্যন্ত সংগ্রহ করেছেন। আরও ডিম ছাড়ার অপেক্ষায় নদীতে আছেন জেলেরা। চট্টগ্রামের রাউজান ও হাটহাজারী…

বিস্তারিত