১২০ বছরেও অক্ষত কবিকে পাঠানো রাণীর চকলেট

১২০ বছরেও অক্ষত কবিকে পাঠানো রাণীর চকলেট

অস্ট্রেলিয়ার বিখ্যাত কবি বানজো পেটারসনের পুরনো জিনিসপত্রের মধ্যে ১২০ বছর আগে ব্রিটিশ রাণী ভিক্টোরিয়ার পাঠানো এক বাক্স চকলেট পাওয়া গেছে। ন্যাশনাল লাইব্রেরি অব অস্ট্রেলিয়া সম্প্রতি জানিয়েছে, কবির পুরনো জিনিসপত্রের মধ্যে তারা শত বছর আগে পাঠানো চকলেটের বাক্সটি পেয়েছে। দীর্ঘ সময় পরেও চকলেটগুলো আছে প্রায় অক্ষত রয়েছে। বিবিসির এক ভিডিও স্টোরিতে দেখা গেছে, বাইরে সামান্য ছত্রাক ছাড়া বাক্সের সব চকলেটই আছে অক্ষত।  ইতিহাসবিদরা বলছেন, হাল আমলে এত পুরনো চকলেট ভালো থাকার বিষয়টি তাদের অবাক করেছে। তবে এই চকলেটগুলো মূলত তৈরি হয়েছে সেনাসদস্যদের জন্য। যুদ্ধক্ষেত্রে নানা প্রতিকূলতার মধ্যেও সেগুলো যেন নষ্ট না…

বিস্তারিত