১ বার চার্জেই ফোন চলবে ৩ মাস!

মাত্র একবার চার্জ দিলেই মোবাইল ৩ মাস চালানো যাবে। মানে একবছরে মাত্র ৪ বার চার্জ দিলেই মোবাইল চলবে পুরো এক বছর। এবার এমন প্রযুক্তিই সামনে আনলেন মার্কিন গবেষকদের দল।  সম্প্রতি ‘ম্যাগনেটোইলেক্ট্রিক মাল্টিফেরোইক’ নামের নতুন উপকরণ আবিষ্কার করেছেন মিশিগান এবং করনেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ওই উপকরণ ব্যাটারিকে বেশি শক্তিশালী করবে। উপকরণটি একটি পাতলা পোলার ফিল্ম যা সরু এনার্জি পালসের মাধ্যমে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে সংযোগ সৃষ্টি করবে। নতুন এ উপকরণটি কম্পিউটারকে শক্তির উত্থান পরিচালনার সুযোগ সৃষ্টি করে দেবে। নতুন এ উপকরণ যুক্ত হলে ব্যাটারি এখনকার অবস্থা থেকে ১০০ শতাংশ বেশি শক্তি সাশ্রয়ী…

বিস্তারিত