৫জি চিপ নিয়ে তোড়জোড় শুরু করলো অ্যাপল

২০১৯ সালের আইফোনে ৫জি মডেম চিপ সরবরাহের জন্য স্যামসাং ও মিডিয়া টেক-এর সঙ্গে আলোচনা চালাচ্ছে অ্যাপল, শুক্রবার কোয়ালকমের বিরুদ্ধে মার্কিন ফেডারেল কমিশনের মামলায় সাক্ষ্য দেওয়ার সময় একথা বলেন অ্যাপলের এক নির্বাহী। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত এ ধরনের চিপের জন্য কোয়ালকমের ওপর নির্ভরশীল ছিল অ্যাপল। আইফোনকে ওয়্যারলেস নেটওয়ার্কে যুক্ত করে এই চিপ। ২০১৬ সালে ইনটেল ও কোয়ালকমের মধ্যে এই চিপ সরবরাহ ব্যবসা ভাগ করে দেয় আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। ২০১৮ সালে কোয়ালকমকে বাদ দিয়ে নতুন আইফোনের সব চিপ ইনটেলের কাছ থেকে নেয় অ্যাপল। শুক্রবার অ্যাপলের নির্বাহী কর্মকর্তা টনি ব্লেভিনস বলেন, স্মার্টফোন…

বিস্তারিত