৮২০ বছরের দুর্গ এখন পাঁচতারকা হোটেল

অ্যাসফোর্ড মধ্যযুগীয় ও ভিক্টোরিয়ান দুর্গ হিসেবে দাঁড়িয়ে আছে ৮২০ বছর ধরে। কালের বিবর্তনে এটি এখন পাঁচতারকা হোটেল। ঐতিহ্যবাহী এ দুর্গ করোনার কারণে বন্ধ।  দ্বাদশ শতাব্দীতে এংলো নরম্যান ও ডি বার্গো পরিবার এ দুর্গ নির্মাণ করে। এর প্রায় ৫১৫ বছর পরে ১৭১৫ সালে ওরানমোর ও ব্রাউন পরিবার পুরো অ্যাসফোর্ড এস্টেট প্রতিষ্ঠা করে। ঠিক তখন থেকেই পর্যটকদের কাছে আকর্ষণীয় ঐতিহাসিক এই স্থানটি। ২৬ হাজার একরের এ এস্টেটটিতে অবকাশযাপনে এসেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। এখানে এসে বিয়েও করেছেন অনেক নামিদামি তারকা। করোনার কারণে দর্শনার্থীরা দুর্গে প্রবেশ না করতে পারলেও, ক্যাসেলটির পাশ দিয়ে…

বিস্তারিত