বিক্ষোভের চাপে কিছুটা নরম মোদী সরকার, অনড় কৃষকরা

বিক্ষোভের চাপে কিছুটা নরম মোদী সরকার, অনড় কৃষকরা

কৃষকদের বিক্ষোভের চাপে মোদী সরকার অনেকটাই নরম হলো। তিনটি বিতর্কিত কৃষি আইন সংশোধন করতেও রাজি সরকার। কিন্তু আন্দোলনরত কৃষকরা তাতেও রাজি নন। তাঁদের সাফ দাবি, তিনটি আইন বাতিল করতে হবে। ফলে সাত ঘণ্টা ধরে আলোচনার পরেও সমাধানসূত্র বেরিয়ে এলো না। আবার বৈঠক হবে ৫ ডিসেম্বর, শনিবার। তার আগে কৃষক নেতারা বলেছেন, তাঁরা আগে সরকারের কছে জানতে চাইবেন, আইন বাতিল হবে কি না। সরকার প্রতিশ্রুতি না দিলে সম্ভবত শনিবারের বৈঠকেই যাবেন না তাঁরা। আন্দোলনকারী কৃষক নেতারা সরকারের উপর এতটাই চটে আছেন যে, বৈঠকে তাঁরা সরকারের দেয়া খাবার, চা, এমনকী, জল পর্যন্ত…

বিস্তারিত