‘অ্যাবোরজিনালের’ চেয়ে ‘মাওরিরা’এগিয়ে?

বিশ্বের অন্যতম পুরোনো দুটি আদিবাসী জনগোষ্ঠী হলো ‘অ্যাবোরজিনাল’ ও ‘মাওরি’। প্রথম জনগোষ্ঠীর বাস অস্ট্রেলিয়ায়, অপরটির নিউজিল্যান্ডে। স্যাটেলাইট টিভি চ্যানেল ডিসকভারির ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ অনুষ্ঠানে বিখ্যাত অভিযাত্রিক ও উপস্থাপক বিয়ার গ্রিলসের সঞ্চালনায় এই দুই জনগোষ্ঠীর জীবনাচারণ ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে। সেই সুবাদে এই দুই সম্প্রদায় সম্পর্কে কারও কারও বেশ ভালো ধারণা আছে। অবশ্য এদের বিষয়ে ধারণাহীন মানুষের সংখ্যাও নেহাত কম নয়। অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে অ্যাবোরজিনাল সম্প্রদায়ের বসবাস। তবে সবচেয়ে বেশি বাস করে নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে। দেশটির মোট জনসংখ্যার প্রায় তিন শতাংশ মানুষ অ্যাবোরজিনাল। এই সম্প্রদায়…

বিস্তারিত