ইট ভাটাগুলোতে স্তুপ করা হচ্ছে খড়ি

ইট ভাটাগুলোতে স্তুপ করা হচ্ছে খড়ি

জুনাইদ কবির,   ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ   ঠাকুরগাঁও রাণীশংকৈলে ইট ভাটায় কাঠখড়ি পোড়াতে ইট ভাটাগুলোতে স্তুপ করা হচ্ছে খড়ি। শীতের মৌসুম পড়ার এক মাস পূবে থেকেই ইট ভাটার মালিকগুলো কাঠখড়ি সংগ্রহ করা শুরু করে দেয় । এতে ইট ভাটার মালিকগুলো চাহিদা অনুযায়ী খড়ি প্রায় সংগ্রহ করে ফেলেছে বলে জানান ইট ভাটায় সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি। তবে খড়ির গাড়ীগুলো রাতের আধারে লোকচক্ষুর আড়ালে চলাফেরা করেও বলে তারা জানান। উপজেলা ভুমি অফিস সুত্রে জানা যায়, এ উপজেলায় মোট ২২টি ইটভাটা চলমান রয়েছে। ইট ভাটাগুলোতে এখনো আগুন ধরানো হয়নি। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)…

বিস্তারিত