এইডসে বিশ্বে প্রথম সুস্থ হয়েছিলেন তিনি, মৃত্যু হলো ক্যান্সারে

বিশ্বের তিনি প্রথম মরণব্যাধি এইডস থেকে সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু আরেক প্রাণঘাতী রোগ ক্যান্সার তাকে গ্রাস করে নিল। তিনি হলেন টিমোথি রয় ব্রাউন। যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া ব্রাউনকে বলা হতো ‘দ্য বার্লিন পেশেন্ট’। জার্মানির বার্লিনে তিনি এইডসের চিকিৎসা নিয়েছিলেন। ২০০৭ সালে প্রাকৃতিকভাবে এইচআইভি প্রতিরোধী একজন দাতা থেকে ব্রাউনের শরীরে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়। এর ফলে তাকে আর বেশি দিন এইচআইভি প্রতিরোধী ওষুধ নিতে হয়নি এবং ভাইরাসমুক্ত হন। এই এইচআইভি ভাইরাস থেকেই সৃষ্টি হয় এইডস রোগের। ৫৪ বছর বয়সী ব্রাউনের জন্ম মার্কিন শহর সিয়াটলে। কিন্তু তিনি পড়াশোনার জন্য থাকতেন বার্লিনে। সেখানে তিনি এইচআইভি…

বিস্তারিত