এয়ারটেল থেকে পাওয়া কয়েক হাজার কোটি টাকা মূল্যের ১১.৬ মেগাহার্জ তরঙ্গ এবং ‘০১৬’ দিয়ে শুরু নম্বর নিয়ে জটিল পরিস্থিতিতে রয়েছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। রবির অনুকূলে থাকা এয়ারটেলের ৯০০ মেগাহার্জ ব্যান্ডের ১.৬ মেগাহার্জ এবং ১৮০০ মেগাহার্জ ব্যান্ডের ১০ মেগাহার্জ—মোট ১১.৬ মেগাহার্জ তরঙ্গের ১৫ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৯ ডিসেম্বর। রবি কম মূল্যে এই তরঙ্গের মেয়াদ নবায়ন করতে আগ্রহী। কিন্তু দেশের বেসরকারি অন্য মোবাইল ফোন অপারেটররা এতে আপত্তি জানিয়েছে। তাদের বক্তব্য, ওই তরঙ্গ রবিকে কম মূল্যে ব্যবহারের অনুমতি দিলে তার সঙ্গে সমন্বয় করে ২০১৮ সালে কেনা তাদের তরঙ্গের দামও…
বিস্তারিত