কক্সবাজারের নাইক্ষ্যংছড়িতে ছয়টি প্রাকৃতিক ঝর্ণার সন্ধান

তৌহিদুল ইসলাম বারেক কক্সবাজার। ভ্রমণ-পিপাসুদের চোখজুড়ানো ছোট বড় ছয়টি প্রকৃতিক ঝর্ণার সন্ধান মিলেছে নাইক্ষ্যংছড়ির বাংলাদেশ মায়ানমার ঘুমধুম সীমান্তে গহীন জঙ্গলে। বাংলাদেশ মায়ানমার ঘুমধুম সীমান্তে গহীন জঙ্গলে ভ্রমণ-পিপাসুদের চোখজুড়ানো ছোট বড় ছয়টি প্রকৃতিক ঝর্ণার সন্ধান মিলেছে চারপাশে পাহাড় মাঝখানে ঝিরি বেয়ে গেলেই এসব ঝর্ণার সন্ধান পাওয়া যায়। পাহাড়ঘেরা ঝর্ণারাজিতে মন ছুঁয়ে যায় হিমশীতলতায়। বাংলাদেশের পর্যটনে এটি একটি নতুন দিগন্তও বলা চলে। কয়েক মাস ধরে স্থানীয়রা দল বেঁধে ঝর্ণার আনন্দ উপভোগ করছে বলে জানান ।  পর্যটকরাও যোগ দিচ্ছে দলে দলে। সেই ঝর্ণার সুন্দর দৃশ্য না দেখলে বুঝা যাবে না প্রকৃতির অপরূপ লীলাভূমি…

বিস্তারিত