কচুরিপানা ব্যবহার জানলে ফেলনা নয়! চলুন জেনে নিই।

মাহফুজ হাসান,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : নিবিড় জলে ফুটে থাকি ভাসি ভাঙ্গা জলে, কচুরি ফুল বলে নেয়না কেহ কূলে। গ্রাম বাংলার অতি পরিচিত একটি জলজ বহুবর্ষজীবি উদ্ভিদ এই কচুরিপানা ও তার ফুল! এ যেন প্রকৃতির আপন খেয়ালে বেড়ে ওঠা এক অবহেলিত শোভা। কিশোরগঞ্জের  হোসেনপুরের প্রায় প্রত্যেক এলাকায় ছোট বড় খাল, বিল, ঝিল ও বাড়ির পাশের ডোবায় দেখা যায় দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল। বৃহৎ ব্রম্মপুত্র নদেও মনানন্দে ভাসতে দেখা যায় দলবদ্ধ কচুরিপানা। বিকশিত শিরে ফুটে থাকা ফুল যেন প্রকৃতি প্রেমিদের হাতছানি দিচ্ছে, তার সৌন্দর্যের পশরা গায়ে মাখতে। এই ফুলের গভীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ…

বিস্তারিত