করোনায় বরফের রাজ্য ‘অ্যান্টার্কটিকা’ ভ্রমণ

অ্যান্টার্কটিকা, পৃথিবীর সর্ব দক্ষিণে অবস্থিত পঞ্চম বৃহত্তম মহাদেশ। পৃথিবীর সবশেষ আবিষ্কৃত অঞ্চলও বলা হয় বরফের এই ভূখণ্ডকে। পুরো মহাদেশটিই দক্ষিণ সাগর বা অ্যান্টার্কটিক সাগর আর বরফে বেষ্টিত। পৃথিবীর উত্তরে বরফ আচ্ছ্বাদিত আর্কটিক অঞ্চলের ঠিক উল্টোদিকে এ মহাদেশের অবস্থান। এ বরফ রাজ্যের দুই ঋতু শীত ও গ্রীষ্ম। এখানেই রয়েছে পৃথিবীর প্রায় ৯০ শতাংশ বরফ। পৃথিবীর ৮০ শতাংশ বিশুদ্ধ পানিও রয়েছে অ্যান্টার্কটিকাতেই। এ মহাদেশের আয়তন ১ কোটি ৪০ লাখ বর্গকিলোমিটার। বৈরী আবহাওয়ার কারণে এ মহাদেশে কোনো মানুষের বসবাস নেই। তবে গবেষণা আর ভ্রমণের জন্য অনেক দেশ থেকে অনেকেই গ্রীষ্মকালে অ্যান্টার্কটিকায় যান। এ মহাদেশে…

বিস্তারিত