কাশ্মীর টাইমস বন্ধ করল ভারতীয় কর্তৃপক্ষ

প্রভাবশালী ইংরেজি দৈনিক কাশ্মীর টাইমসের অফিস বন্ধ করে দিয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের স্থানীয় প্রশাসন। কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের মিডিয়া পাড়ায় কাশ্মীর টাইমসের অফিস। সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় এস্টেট ডিপার্টিমেন্ট গণমাধ্যমের অফিসটি বন্ধ করে দেয়। কাশ্মীর টাইমস বন্ধের কোনো কারণ জানায়নি কর্তৃপক্ষ। কাশ্মীর উপত্যকার অন্যতম পুরাতন একটি গণমাধ্যম কাশ্মীর টাইমস। প্রধান কার্যালয় জম্মুতে। জম্মু এবং কাশ্মীর, দুটি জায়গা থেকেই এটি ছাপানো হতো। গণমাধ্যমটির মালিক অনুরাধা ভাসিন বলেন, কাশ্মীর টাইমসের অফিস বন্ধে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি কর্তৃপক্ষ। তার দাবি, স্বাধীন মত প্রকাশ করায় স্থানীয় প্রশাসন তাদের গণমাধ্যমের অফিস বন্ধ করে দিয়ে প্রতিশোধ নিয়েছে।…

বিস্তারিত