সৈয়দ মিঠুন ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: সরকারি নির্দেশনা অমান্য করে পরিবেশের ক্ষতি করে জ্বালানি হিসেবে কোনরকম কয়লা ছাড়াই সম্পূর্ণ খড়ি দিয়ে ইটভাটা চলছে উপজেলার দেউলা বাড়ি ইউনিয়নের রতন বরিস এলাকার আর এস এম-ব্রিকস ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে হাজার হাজার মণ খড়ি। শনিবার দুপুরে ভাটায় সরেজমিনে গিয়ে দেখা যায়, শুধুমাত্র পোড়ানো হচ্ছে কাঠ, অন্যদিকে ভাটার চারদিকে মজুদ আছে আরো কয়েক হাজার মণ কাঠ ও খড়ি। ভাটার শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, এবছর ভাটার সিজন শুরু হয়েছে। শুরু থেকেই কয়লার বদলে কাঠ পোড়ানো হচ্ছে এই ভাটায়। আশেপাশের সকল ভাটা ইট পোড়ানোর কাজে কয়লা ব্যবহার করলেও এই ভাটায় তা না করে সরকারি নির্দেশনা না মেনে শুধু গাছের খড়ি ব্যবহার করা হচ্ছে। কয়লা ব্যবহার না করে কাঠ ব্যবহার সম্পূর্ণ অবৈধ ও নিয়ম বর্হিভূত স্বীকার করে কয়লা ব্যবহার না করে কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। কারন কয়লা দিয়ে ইট পোড়ানো যাচ্ছে না। তাই বাধ্য হয়েই কাঠ-খড়ি ব্যবহার করতে হচ্ছে। ভাটার ম্যানেজার সুমন বলেন, সবগুলো খড়ি ভাটার জন্য তিনি আরো বলেন আমরা প্রশাসনকে ম্যানেজ করেই ভাটাই কাঠ জ্বালাই আপনারা যা ইচ্ছা তাই করেন আমরা লাকড়ি জ্বালাবো আমাদেরও লোক আছে, তবে এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার তিনি বলেন তাদের বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া
বিস্তারিত