চালু হলো ডাকওয়ার্থ-লুইসের নতুন নিয়ম

চালু হলো ডাকওয়ার্থ-লুইসের নতুন নিয়ম

আইসিসি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছিল নতুন নিয়মের কথা৷ আর গতকাল রবিবার থেকেই তা চালু হয়ে গেল৷ কিম্বারলিতে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ থেকে চালু হল ডাকওয়ার্থ-লুইস’র (ডিএলএস) নতুন নিয়ম৷ একই সঙ্গে চালু হল আইসিসি-র নতুন কোড অফ কন্ডাক্ট এবং প্লেয়িং কন্ডিশন৷ এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে ডিএলএস’র দ্বিতীয় আপডেট হয়েছিল ২০১৪৷ চার বছর আগে দ্বিতীয় ভার্সেন চালু হয়েছিল সীমিত ওভারের ক্রিকেটে৷ ডিএলএস সিস্টেমে বল-বাই-বল অ্যানালিস৷ এমনকী পাওয়ার প্লে-তেও৷ এই চার বছরে খেলা হয়েছে ৭০০টি ওয়ান ডে এবং ৪২৮টি টি-২০ ম্যাচ৷ নতুন নিয়মে ইনিংসের শেষ দিকে যে…

বিস্তারিত