চুল ধোয়া, চুল শুকানো

চুলের দিকে বাড়তি নজর দিতে হয় সবসময়ই। না হলে চুল পড়া, খুশকি-ফুসকুড়ির মতো ছত্রাক সংক্রমণের আশঙ্কা থাকে। বিশেষ করে, নিয়ম মেনে চুল ধোয়া ও শুকানোর কাজটা না হলে সমস্যা হবেই। চুল বিষয়ে কিছু পরামর্শ জানালেন হারমনি স্পার রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা ও হার্বস আয়ুর্বেদিক স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার ক্লিনিকের রূপবিশেষজ্ঞ আফরিন মৌসুমি। চুল ধোয়া অনেক সময় গোসলের আগে বাইরে যাওয়া হয়। সে ক্ষেত্রে মাথার ত্বকে একটু ট্যালকম পাউডার দিয়ে চুল ভালো করে আঁচড়ে নিলে ত্বকের রন্ধ্রগুলো (ফলিকল) বন্ধ হয়ে থাকে। এতে বৃষ্টির পানিও মাথার ত্বকের মধ্যে প্রবেশ করে না। বৃষ্টির পানি…

বিস্তারিত