‘ছোট শহরের মানুষ ছোট কিছুতে সুখ খুঁজে পায়’

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ভারতের মধ্য প্রদেশের ছোট শহর চান্দেরিতে  গিয়েছিলেন। সেখানে তাঁর ‘স্ত্রী’ ছবির শুটিং হয়েছিল। চান্দেরির সৌন্দর্যে মুগ্ধ তিনি। সেখানকার মানুষকে তাঁর ভালো লেগেছে। বলেছেন, ছোট শহরের মানুষ ছোট কিছুতেই সুখ খুঁজে পায়। কিন্তু বড় শহরের মানুষের আকাঙ্ক্ষা বেশি। বড় শহরের মানুষের মতো বস্তুবাদী নন তারা। ‘স্ত্রী’ ছবিটি চান্দেরি শহরের এক নারী প্রেতাত্মাকে কেন্দ্র করে। গল্পের সত্যতা ধরে রাখার জন্য পরিচালক অমর কৌশিক সেখানে শুটিং করেছেন। পুরো টিম গিয়েছিল চান্দেরিতে। খবর মিড ডের। শ্রদ্ধা চান্দেরির অভিজ্ঞতা জানান। বলেন, চান্দেরিতে তিনি খুবই উচ্ছ্বসিত ছিলেন। বিশেষ করে কেল্লা এলাকায়। সেখানে…

বিস্তারিত