জার্মানির ওপর রাশিয়ার প্রতিশোধ

জার্মানির ওপর রাশিয়ার প্রতিশোধ

একেই বলে সুযোগের সৎ ব্যবহার। ন্যায়-অন্যায় পড়ে মরুক আগে শোধটা তো নেওয়া যাক। এই তত্বের প্রয়োগ করেছে রাশিয়া। তাও আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের শত্রুপক্ষ জার্মানির ওপর। জার্মানি বললে অবশ্য ভুল হবে। জার্মানির এক সাংবাদিকের ওপরে। কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই যেন জার্মানিকে শায়েস্তা করার সুখ রাশিয়ার। বছর চারেক আগে রাশিয়া অলিম্পিকে অংশ নিতে পারেনি। কারণ ছিল জার্মানির এক সাংবাদিক। রাশিয়ার অ্যাথলেটরা ডোপ নিয়ে খেলায় অংশ নেয় এমন এক প্রতিবেদন করেন ওই জার্মান সাংবাদিক। যার কারণে অলিম্পিকে রাশিয়ার অ্যাথলেটরা অংশ নিতে পারেনি। এবার সুযোগ বুঝে তার রাশিয়া বিশ্বকাপ কভার করা…

বিস্তারিত