ঝিনাইদহে বিষধর সাপ উদ্ধার

ঝিনাইদহে বিষধর সাপ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় ধানক্ষেতের একটি মোটর হাউজে আটকে পড়া দুটি বিষধর কালাচ সাপ উদ্ধার করেছে চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টারের কর্মকর্তারা। বুধবার (২৬ নভেম্বর) রাতে তারা এশিয়ার সবচেয়ে বিষধর প্রজাতির এই সাপ দুটি উদ্ধার করেন। বিকেলে ঝিনাইদহের শৈলকুপার চতুড়া গ্রামের ধান ক্ষেতের মোটর হাউজে সাপ দুটিকে দেখতে পেয়ে শৈলকুপার নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আবীর হাসান চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টারের কর্মকর্তাদের জানান। পরে তারা সাপ দুটি মোটর হাউজ থেকে উদ্ধার করেন। আবীর হাসান জানান,এ অঞ্চলে বিষধর কমন ক্রেইট প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়, এ সাপ এশিয়া মহাদেশের মধ্যে সর্বাধিক ‘বিষধর’ বলে পরিচিত।…

বিস্তারিত