ঢেঁকিতে চাল ভাঙতো এখন আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্ত

রাজারহাটের বধূঁরা   ঢেঁকিতে চাল ভাঙতো এখন আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্ত হতে চলছে। এ.এস.লিমন,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:তাং-১৫-০৩-২০২০ইং। পূর্ব আকাশে রক্তিম আভা ছড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই পৃথিবী সূর্যের আলোয় আলোকিত হবে। চারদিক পাখির কিচিরমিচির শব্দে মুখরিত। এমনই পরিবেশে কৃষকের বাড়িতে ঢেঁকিতে ধান ছাঁটে গৃহিণীরা। পাখির কিচিরমিচির ডাকের সঙ্গে ঢেঁকির ধুপধাপ শব্দ ভেসে বেড়ায় কৃষকের আঙিনায়। কালের বিবর্তনে দেশের গ্রামাঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে এক কালের কৃষক-কিষানীর ধান ভাঙ্গার প্রধান যন্ত্র ঢেঁকি। অতীতে গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতে ধান থেকে চাল তৈরীর জন্য কিংবা চালের আটা তৈরীর জন্য একমাত্র ঢেঁকিই ছিল ভরসা। আবহমান বাংলার ঐতিহ্য ঢেঁকি…

বিস্তারিত