দুই মার্কিন নাগরিককে মুক্তি দিল হাউথিরা

বন্দিবিনিময় চুক্তির অধীনে দুই মাকিন নাগরিককে মুক্তি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথি। মুক্তি পাওয়া এনজিও কর্মী সানদ্রা ললি ৩ বছর এবং ব্যবসায়ী গাইদাদা এক বছর ধরে হাউথিদের কারাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম ওমান স্টেট মিডিয়া এ তথ্য জানায়। এদিন ওমান ২৫০ ইয়েমেনিকে বহন করা একটি বিমান দেশটির রাজধানী সানায় পাঠায়। ওই বিমানের ফিরতি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের এই দুই নাগরিককে ওমানের সুলতান হাইতাম বিন তারিকের জিম্মায় মুক্তি দেয় হাউথিরা। আন্তজাতিক বাতা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, নাগরিকদের মুক্তি দেয়ার ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। ওমানে চিকিৎসা নেয়ার পর দেশে…

বিস্তারিত