দোহার নবাবগঞ্জের আঞ্চলিক মহাসড়কে পানিনিষ্কাশনের ব্যবস্থা না রেখে চলছে রাস্তার কাজ

দোহার নবাবগঞ্জের আঞ্চলিক মহাসড়কে পানিনিষ্কাশনের ব্যবস্থা না রেখে চলছে রাস্তার কাজ

  আবুল হাশেম ফকির ঢাকার দোহার নবাবগঞ্জের প্রানেকেন্দ্রে চলছে আরসিসি ঢালাই করে রাস্তার কাজ। নেই পানিনিষ্কাশনের ব্যবস্থা। ফলে প্রতিনিয়ত সামন্য বৃষ্টিতেই রাস্তা তলিয়ে যায়। পানি চলেও গেলেও সড়কে কাদাকাদা হয়ে থাকে। অব্যবস্থাপনায় চলছে রাস্তার কাজ, যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। পথচারীদের হেঁটে চলাও কস্টকর। ঢাকার দোহার নবাবগঞ্জ উপজেলার সদরে ঢাকা বান্দুরা ও কার্তিকপুর মাওয়া আঞ্চলিক সড়কের এটা নিয়মিত চিত্র। গত রবিবার দুপুরে দুই উপজেলা দোহারের থানার মোর চৌরাস্তা, নবাবগঞ্জের চৌরঙ্গীর মোর এলাকা ঘুরে দেখা যায় সড়ক তলিয়ে আছে। পানির কারনে কোথায় কোন খানাখন্দ বোঝা যাচ্ছেনা। হেঁটেও চলাচল করতে পারছেনা স্থানীয় লোকজন…

বিস্তারিত