দোহারে পদ্মা নদীতে প্রভাবশালীদের মাটি উত্তোলনের উৎসব

 মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি: দোহারে পদ্মা নদীতে প্রভাবশালীদের ড্রেজার মেশিন বসিয়ে নদীর বুক চিওে বালু উত্তোলনের মহোৎসব। এর ফলে উপজেলার মৈনটঘাট এলাকার প্রায় দুই কিলোমিটার আবাদী জমি সম্প্রতি নদী ভাংঙ্গে বিলীন হয়ে গেছে। ঢাকার দোহার উপজেলার পাশ দিয়ে বয়ে চলা প্রমত্ত পদ্মা নদী।নদীর ভাঙ্গনের গ্রাসে অগণিত দোহারের মানুষ আজও ভূমিহীন সর্বহারা। ফসলি জমি, ঘর-বাড়ি, বাপ- দাদার পৈতিক ভিটা হারিয়ে অন্যের জায়গায় কোন মতে বেঁচে আছে এই পদ্মাপারের মানুষ গুলো। তাদের এখন একটাই দাবি- অবিলম্বে নদীর বুক চিরে মাুিট উত্তোলন বন্ধ করা হোক।এর ফলে ভাঙ্গন বন্ধ হবে,নদীর পাড়ে নতুন জনবসতি গড়ে উঠবে…

বিস্তারিত