দোহারের চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য নৌযান ’শিক্ষাতরী’সুচনা

দোহারের চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য নৌযান ’শিক্ষাতরী’সুচনা

মাহবুবুর রহমান টিপু,বিশেষ প্রতিনিধি(ঢাকা):- দোহার উপজেলার বিছিন্ন চরাঞ্চলের শিক্ষার্থীদের বিনাখরচে স্কুল-কলেজে যাতায়াত করার লক্ষ্যে দীর্ঘদিনের স্বপ্ন নৌযানটি অবশেষে সরকারের অর্থায়নে পদ্মায় ভাসলো।শিক্ষাতরী নৌযানটি দোহারের ইউএনও কেএম আল-আমিন এলজিএসপি’র ৪লক্ষ টাকা অর্থায়নে বিছিন্ন চরাঞ্চলের শিক্ষা র্থীদের বিনাখরচে স্কুল-কলেজে যাতায়াত করার লক্ষ্যে নির্মান করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদ নদীরঘাটে এলজিএসপির আওতায় নির্মিত নৌযানটি উদ্ধোধন ডিডিএলজি ঢাকা মো.জিয়াউল হক। এ সময়ে উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী নাহিদ রসুল,দোহারের ইউএনও কেএম আল-আমিন,এসিল্যান্ড সালমা খাতুন, নারিশা ইউনিয়নের চেয়ারম্যান মো.সালাউদ্দিন দরানী,উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও বিছিন্ন চরাঞ্চলের শিক্ষার্থীরা…

বিস্তারিত