ধসের পর বছর পেরিয়ে গেলেও সংস্কার হয়নি দুটি সেতু

ধসের পর বছর পেরিয়ে গেলেও সংস্কার হয়নি দুটি সেতু

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া-হাসাইল ও কামারখাড়া-আদাবাড়ি সড়কের বাইনখাড়া এলাকার দুটি সেতুর অ্যাপ্রোচ ধসের পর এক বছর পেরিয়ে গেলেও করা হয়নি সংস্কার। ফলে টঙ্গিবাড়ী উপজেলার দক্ষিণ অঞ্চলের প্রায় ২০টি গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এর আগে ২০২০ সালের ১৫ জুলাই ওই সংযোগ সড়কের দুটি সেতুর গোড়ার মাটি পানির তীব্র স্রোতের কারণে ধসে যায়। এতে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। উপজেলার বাইনখাড়া, নশংকর, কামারখাড়া, ভাঙ্গনিয়া, হাসাইল, আদাবড়ি, বরাইল, চৌসার, ভিটিমালধাসহ প্রায় ২০টি গ্রামের মানুষের সঙ্গে টঙ্গিবাড়ী উপজেলা হয়ে মুন্সিগঞ্জ সদর ও ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে।…

বিস্তারিত