নওগাঁর ঐতিহ্যবাহী শ্রীশ্রী ভুতনাথ মন্দিরে চলছে বাৎসরিক উৎসব॥ ভক্তের ঢল

নওগাঁর ঐতিহ্যবাহী শ্রীশ্রী ভুতনাথ মন্দিরে চলছে বাৎসরিক উৎসব॥ ভক্তের ঢল

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর ঐতিহ্যবাহী শ্রীশ্রী ভুতনাথ বাবার মন্দিরে বাৎসরিক উৎসব শুরু হয়েছে। মাঘ মাসে ভীম একাদশীর তিথিতে শুরু হয়ে মাঘী পূর্ণিমা তিথি পর্যন্ত ভক্তের ঢল নামে এখানে। এবার শনিবার থেকে বুধবার (৩১জানুয়ারি) পর্যন্ত চলবে এখানে ভুতনাথ বাবার পুজো অর্চনা। হাজার হাজার মানুষের পদচারনায় মুখোরিত হয়ে ওঠে এলাকা। পূর্ণিমা তিথিতে শেষ পুজোর দিন মন্দির ও তার পার্শ্ববর্তী এলাকায় তিল ধারনের ঠাঁই থাকেনা। ভুতনাথ বাবার প্রধান ভোগ বারোভাজা, সন্দেশ,আর ফলমুল। ভক্তরা উপোস থেকে সোপর্দ্দ করছেন বাবার পায়ে। এছাড়া যাদের মনস্কামনা পুরন হয়েছে, তারা তাদের মানত পাঁঠা, কবুতরের বাচ্চা, বাবার মূর্তি, মাথার মুকুট…

বিস্তারিত