নওগাঁয় জনবসতি এলাকায় গুড়া চালনী মিলের কার্যক্রম হুমকির মুখে পরিবেশ

নওগাঁয় জনবসতি এলাকায় গুড়া চালনী মিলের কার্যক্রম হুমকির মুখে পরিবেশ

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জনবসতি এলাকায় বেআইনী ভাবে স্থাপন করে ধানের গুড়ার চাকী ও চালনী মিলের কার্য়ক্রম চালানোর অভিযোগ উঠেছে। ওই মিলের গুড়ার কনা বাতাসে উড়ে মারাত্মকভাবে পরিবেশ দূষন করছে। ভোগান্তিতে পড়ছে এলাকাবাসী। পৌরসভার ৯ নং ওয়ার্ডের পিরোজপুর মহল্লায় কওমী মাদ্রাসা ও মসজিদ সংলগ্ন এলাকায় ওই মিলটি। এব্যাপারে স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী (নারী-পুরুষ) বৃহস্পতিবার দুপুরে এই পরিবেশ দূষনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন। অভিযোগে জানা গেছে, উক্ত মাদ্রাসা পাড়ায় পিরোজপুর মহল্লার জনৈক আব্দুল করিম সাহানা বুলু তার নিজ দখলীয় সম্পত্তিতে একটি গুড়া চালনী মিল বসিয়ে পার-নওগাঁ…

বিস্তারিত