নতুন বছরে ব্যস্ততা বাড়বে তারকা অ্যাথলিটদের

নতুন বছরে ব্যস্ততা বাড়বে তারকা অ্যাথলিটদের

নতুন বছর ঘিরে নতুন পরিকল্পনা তারকা অ্যাথলিটদের। গলফার সিদ্দিক এ বছর প্রস্তুতি নিতে দীর্ঘদিনের জন্য যাবেন যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক টুর্নামেন্টে ভালো খেললে ওয়াইল্ড কার্ডে টোকিও অলিম্পিক খেলার সুযোগ থাকছে স্বর্ণকণ্যা মাবিয়া আক্তার সীমান্তের সামনে। আর কারাতেতে নিজের সাফল্য ধরে রাখতে চান মারজান আক্তার প্রিয়া। তবে সবচেয়ে ব্যস্ত সূচি যাবে আর্চার রোমান সানার। জুলাইয়ে টোকিও অলিম্পিক খেলার আগে খেলবেন ৩টি বিশ্বকাপ। নতুন সূর্য। নতুন এক বছরের আগমন। নতুন বছরকে ঘিরে স্বপ্ন বুনছেন দেশের তারকা অ্যাথলিটরা। করোনাকালের মাঝেও বছরব্যাপী চলবে খেলা। সে জন্য আলাদা পরিকল্পনা করে রেখেছেন গলফার সিদ্দিকুর রহমান। এ বছরই তিনি…

বিস্তারিত