নবজাতকের জন্ডিস হলে করণীয়

জন্মের পর পরই অনেকসময় নবজাতকদের জন্ডিস দেখা যায়। রক্তে বিলুরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। যদি নবজাতকের লিভার পুরোপুরি গঠন না হয় তাহলে তার শরীর হলুদাভ দেখায়। সাধারণ জন্ডিস হলে বাড়িতেই এর চিকিৎসা করা যায়। ১. যদি শিশুর সামান্য জন্ডিস দেখা দেয় তাহলে কোন চিকিৎসার প্রয়োজন নেই। প্রতিদিন তাকে ১০ থেকে ১৫ মিনিট রোদ্রের আলোতে রাখুন। সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পেলে নবজাতকের বিলুরুবিনের মাত্রা স্বাভাবিক হয়ে আসবে। ২. বেশি বেশি করে বুকের দুধ খাওয়ান। তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ৩. কোন কোন শিশু জন্মের পর…

বিস্তারিত