নষ্ট দুধের সুষ্ঠু ব্যবহার

অনেক সময় দুধ গরম করতে গিয়ে দেখা যায় সেটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হলেও সেই দুধ ফেলে দেবেন না। কেটে যাওয়া দুধেরও রয়েছে নানান ব্যবহার। জেনে নিন কিভাবে কেটে যাওয়া দুধের ব্যবহার করবেন : # দুধ যদি ফেটে যায়, তা অনায়াসে সালাড ড্রেসিং-এর কাজে ব্যবহার করতে পারবেন। তবে খেয়াল রাখবেন দুধটা যেন পাস্তুরাইজড মিল্ক না হয়। # ঘরের দুধ ফেটে গেলে তা ফেলে না দিয়ে চিজ বানিয়ে ফেলুন। কীভাবে ঘরে চিজ বানাবেন, তার রেসিপি ইন্টারনেটে সহজেই পেয়ে যাবেন। # প্যানকেক, কেক এবং ওয়াফেল-এর মতো অনেক ডেজার্টেই ফেটে যাওয়া দুধ দিতে…

বিস্তারিত