নিজেদের ঐতিহ্য রক্ষায় ধুতি-পাঞ্জাবি পরেই ক্রিকেট, সংস্কৃত ভাষাতে ধারাভাষ্য

স্পোর্টস ডেস্ক : ভারতীয়দের ঐতিহ্যবাহী পোশাক হিসাবে ধরা হয় ধুতি-পাঞ্জাবি বা ধুতি-কুর্তা। যেখানে ধুতি পরতে হিমশিম খেয়ে যান অনেককেই, অথচ এই পোশাক পরেই খেলা হচ্ছে ক্রিকেট ম্যাচ। যেনতেন ক্রিকেট নয়, রীতিমতো টুর্নামেন্ট! দীর্ঘদিন ধরে চলে আসা এই ক্রিকেট টুর্নামেন্টের ধারাবিবরণী করা হয় সংস্কৃত ভাষাতে। ‘মাসাই ক্রিকেট ও্যারিয়র্স’ এর নাম শুনেছেন কখনো? ক্রিকেটটা যাদের কাছে সমাজ বদলের হাতিয়ার। কেনিয়া ও তাঞ্জানিয়ার সীমান্তে বসবাস করা আদিবাসী মাসাইয়ের মানুষ বিশ্বে পরিচিত হয়ে ওঠার পেছনের কারণটি ক্রিকেট। এই ক্রিকেটকে পুঁজি করেই এইডস, বাল্যবিয়ে, নারী নির্যাতন আর লিঙ্গবৈষম্যের মতো সমস্যাকে অনেক দূর কাটিয়ে উঠেছে মাসাই…

বিস্তারিত