পত্রিকার মতো মোড়ানো যাবে এলজি টিভি

মার্কিন যুক্ত্রাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ২০১৯ কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস)-এ নতুন ওলেড টিভি দেখিয়েছে এলজি। কাগজে ছাপানো পত্রিকার মতোই মোড়ানো যাবে নতুন এই টিভি। আগের বছরই এই টিভির প্রোটোটাইপ দেখিয়েছিল এলজি। এবার নতুন বছরে এটি বিক্রি শুরু করবে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি– খবর প্রযুক্তি সাইট ভার্জের।২০১৯ সালে এলজি’র ফ্ল্যাগশিপ ৪কে ওলেড টিভি হবে ‘সিগনেচার ওলেড টিভি আর’। গ্রাহকের দরকারের সময় বাইরে থাকবে টিভির পর্দা। আর টিভি বন্ধ থাকলে এটি মুড়িয়ে একটি বাক্সের মধ্যে ঢুকে যাবে। একটি বাটন চেপেই টিভির পর্দা বের করা বা ভেতরে ঢুকিয়ে রাখা যাবে। এতে…

বিস্তারিত