পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বেলুচিস্তানে দুটি সন্ত্রাসী হামলায় সশস্ত্র বাহিনীর ১০ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৮ জুলাই) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় সেনা বাহিনীর জনসংযোগ বিভাগ। প্রথম হামলার ঘটনা ঘটে দক্ষিণ ওয়াজিরিস্তানের আফগান সীমান্তের গুরবাজ অঞ্চলে। সীমান্তরক্ষী বাহিনীর একটি অনুষ্ঠানে এ হামলা চালানো হলে ৬ পাকিস্তানি সেনা নিহত হন। দ্বিতীয় হামলাটি হয় বেলুচিস্তানে, সেখানে ৪ জন নিহত হন। বেলুচিস্তানের আদিবাসী এলাকার নিরাপত্তা রক্ষায় যখন অগ্রগতি হয়েছে তখন ঐ অঞ্চলকে অস্থিতিশীল করতেই এমন হামলা চালানো হচ্ছে বলে দাবি নিরাপত্তা বাহিনীর। তবে এখন পর্যন্ত হামলা দু’টির দায় কেউ স্বীকার করেনি।

বিস্তারিত