প্রকাশ পেল বাবুই-মানিকের ‘মানুষ কবে মানুষ হবে’

মনুষত্বের অধঃপতন, বিবেকের উল্টোপথে যাত্রা, নির্বাসিত সুবচন। এরকম দাহকালে গানের কথা ও সুরে আগুন ঢেলেছেন খায়রুল বাবুই ও আমিরুল মোমেনীন মানিক। শব্দের পিঠে শব্দ সেলাই করে চলতি কালের মানুষের বিবেক নির্মাতা খায়রুল বাবুইয়ের উপলব্ধির রক্তক্ষরণে বেরিয়ে আসা কথাকাব্য ‘মানুষ কবে মানুষ হবে’।  খায়রুল বাবুইয়ের কথায় সুরের দ্রোহ ও স্নিগ্ধতার প্রলেপ মেখে গেয়েছেন আমিরুল মোমেনীন মানিক। ‘মানুষ কবে মানুষ হবে’ শিরোনামের জীবনমুখী ভিডিও গানটি ইতোমধ্যে প্রকাশ পেয়েছে শিল্পীর ব্যক্তিগত ইউটিউব চ্যানেল youtube.com/manikmusic  এ । এসকে সমীরের সঙ্গীতায়োজনে গানের কথাগুলো এরকম: তোমার প্রেমে প্রার্থনা কই/ধর্ম কেন বন্দী তালায়/শিক্ষা এবং দীক্ষা তুমি/নিয়েছ কোন কর্মশালায়/শিখেছ…

বিস্তারিত