বছরের শুরুতেই দেখা মিলবে বিরল উল্কাবৃষ্টির

বছরের শুরুতেই দেখা মিলবে বিরল উল্কাবৃষ্টির

নতুন সালের শুরুতেই এক বিরল ধরনের চতুষ্কোণ উল্কা পাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা জানিয়েছে, খুব শিগগিরিই বছরের শুরুতে এ বিরল ধরনের উল্কা পাত হবে। একনজরে দেখে নেওয়া যাক, এই উল্কাপাতের দিন, ক্ষণ ও সময় চতুষ্কোণ উল্কা আসলে কী! বিজ্ঞানীরা জানাচ্ছেন, মূলত, ধূমকেতুর কণা বা গ্রহাণুর অংশ থেকে তৈরি হয় এ ধরনের বিরল উল্কা। এগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে যখন প্রবেশ করে তখন আগুন ধরে যায়, তখনই তা জ্বলে ওঠে। আর তাতেই দেখায় উজ্জ্বল। উল্কা বৃষ্টি ঘিরে তথ্য এর আগে, ১৮২৫ সালে প্রথমবার উল্কা বৃষ্টি দেখা যায় সেই সময়ই প্রথম এই উল্কা…

বিস্তারিত