বিনামূল্যে পাওয়া যাবে গণপরিবহন সেবা!

বিনামূল্যে গণপরিবহন সেবার ঘোষণা দিয়েছে লুক্সেমবার্গের নতুন প্রধানমন্ত্রী জাভিয়ের বেটেল। এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম বিনামূল্যে গণপরিবহন সেবার দেশ হিসেবে নাম লেখাল লুক্সেমবার্গ। দেশটির নতুন সরকারের ঘোষণা অনুযায়ী, ২০১৯ সালের গ্রীষ্ম থেকে এ সেবা চালু করা হবে। বুধবার(৫ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রী জাভিয়ের বেটেল শপথগ্রহণ করেন। এর পর এমন ঘোষণা দেয় সরকার। ঘোষণায় তিনি বলেন, আগামী গ্রীষ্ম থেকেই বিনামূল্যে ট্রেন, ট্রাম ও বাসে ভ্রমণ করতে পারবে লুক্সেমবার্গের জনগণ। বাংলাদেশের একটি বিভাগসম আয়তনের দেশ লুক্সেমবার্গ। দেশটির বড় একটি সমস্যা যানজট। আর এ যানজটে দেশটির প্রাইভেটকারগুলো বিশেষভাবে দায়ী। তাই এ সেবা চালু হলে…

বিস্তারিত