বিনোদনের খোরাক মেটাচ্ছে অতিথি পাখির অভয়ারন্য বগুড়ার শেরপুরের রামনগর গ্রাম

 শেরপুর(বগুড়া)প্রতিনিধি প্রাকৃতিক বৈরীতার প্রভাবে পৃথিবী থেকে আজ অনেক কিছুই বিলীন হতে বসেছে। হারিয়ে গেছে চেনাজানা অনেক প্রানীও। প্রাকৃতিক বৈরীতার প্রভাবে মানুষ হাতড়িয়ে বেড়াচ্ছে নিরাপদ আশ্রয়, তেমনি পশুপাখিও তাদের নিরাপদ আশ্রয় খুঁজতে থাকে পৃথিবীর এ প্রান্ত থেকে অন্য প্রান্তরে। তেমনই পাখিদের এক অভয়ারন্যের দেখা মেলে বগুড়া শেরপুরের গাড়ীদহ ইউনিয়নের রামনগর গ্রামে। এটা যেন বিনোদনের খোরাক হয়ে পড়েছে বিনোদন পিপাসু মানুষদের। সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে ১২ টি উচু জাতের গাছে প্রায় ২ হাজার সামুকখোল পাখি বাসা বেধেছে। সেখানেই তারা বাচ্চা দিচ্ছে। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত সারা গ্রাম। পাখিদের সেই কোলাহল দেখতে…

বিস্তারিত