বিয়ের সাজে বৈচিত্র এনেছে রুপার গোল্ড প্লেটেড গয়না

সাজসজ্জার একটি উল্লেখযোগ্য উপাদান হলো অলঙ্কার, যা সৌন্দর্য্য বৃদ্ধিতে সাহায্য করে। বিশেষ করে নারীদের সাজসজ্জা পরিপূর্ন হয় গয়না পরিধানের মাধ্যমে। এসকল গয়না বিভিন্ন প্রকারের হয়ে থাকে। হীরে, সোনা, রুপা, প্লাটিনাম,গোল্ড প্লেটেড গয়না। বিয়ের সাজের ক্ষেত্রে কণের সৌন্দর্য্য বৃদ্ধি করে তাকে পরিপূর্ণ গয়না। বিগত কয়েক বছরে সোনার দাম বেড়েছে। ফলে সোনার গয়না মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। তবে সুখবর হচ্ছে, গহনা প্রেমীদের জন্য বাজারে রয়েছে রকমারি রুপার গহনা। কিছুদিন আগেও রুপার গহনা ছিল সেকেলে ব্যাপার। কিন্তু বর্তমানে রুপার গোল্ড প্লেটেড গহনার ব্যবহার দিন দিন বাড়ছে। স্টাইলে নতুনত্ব আনতে এখন অনেকেই…

বিস্তারিত