বোলিং নৈপুণ্যে প্রোটিয়াদের সহজ জয়

আমানুল্লাহ (ক্রীড়া প্রতিবেদক) :  টেস্ট সিরিজে শোচনীয়ভাবে পরাজয়ের পর  ওয়ানডে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওয়ানডেতে শামসি-রাবাদার বোলিং নৈপুণ্যে পাঁচ উইকেটের সহজ জয় পেয়েছে ডুপ্লেসিস-মিলাররা। ডাম্বুলায় টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। শামসি-রাবাদার বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারালে ৩৪.৩ ওভারে মাত্র ১৯৩ রানেই গুটিয়ে যায় ম্যাথুসবাহিনী। কুসাল পেরেরার ৮১ (৭২ বলে) এবং  থিসারা পেরেরার ৪৯ (৩০ বলে) রানের উপর ভর করে দু’শর কাছাকাছি যায় শ্রীলঙ্কা।  থিসারা ব্যাক্তিগত নবম অর্ধশত থেকে এক রান দুরে থেকে আউট হলে মেরুদণ্ড ভেঙ্গে যায় লঙ্কানদের। বোলিং এ…

বিস্তারিত